1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

লৌহজংয়ে জমজমাট উপজেলা নির্বাচনী প্রচারণা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণায় বেশ জড়ে সড়ে নেমেছেন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা সবাই মাঠে সরব। পুরো উপজেলা জুড়ে ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে।

নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী ০২ এপ্রিল ২০২৪ তারিখে প্রজ্ঞাপন জারি করেছেন। মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা পরিষদের
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১শে এপ্রিল ২০২৪ইং রবিবার। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের ২৩শে এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্ধ ২ মে মঙ্গলবার। ভোটগ্রহণ হবে ২১শে মে মঙ্গলবার।
নির্বাচনের ভোট গ্রহন হতে সময় আছে ৪২ দিন। প্রজ্ঞাপন জারি হওয়ার আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করেছে। এখন প্রজ্ঞাপন জারি হয়েছে। তাই প্রার্থীরা কোমর বেঁধে নেমেছেন। শুধু লৌহজং নয় ঢাকার বিভিন্ন জায়গায় উপজেলা চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীরা ব্যানার ফেস্টুন সাঁটিয়েছেন। আর লৌহজং ব্যানার,ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে।
প্রার্থীরা লৌহজংয়ের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, সমর্থন ও ভোট চাচ্ছেন। কোনো প্রার্থীই পিছিয়ে নেই। সবাই জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন।
লৌহজংয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী তাদের প্রচারণার ব্যানার, ফেস্টুন, পোস্টার সাঁটিয়েছেন। এদের মধ্যে আবার একজন মহিলা প্রার্থী রয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী এখন পর্যন্ত তাদের প্রচারণা চালাচ্ছে। এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই’র পরিচালক বিএম শোয়েব, গতবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও আওয়ামী লীগের নেতা মো.আবু ফয়সাল নিপু ফকির, আওয়ামী নেতা মো.শিবলী বেপারী,ও মহিলা প্রার্থী লাকি মল্লিক। এছাড়াও জনমুখে শোনা যায় আরও প্রার্থী হতে পারে। অনেকেই বলেছেন আওয়ামীলীগের ত্যাগী নেতা মো.জাকির বেপারী প্রার্থী হতে পারেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদেও রয়েছে একাধিক প্রার্থীর প্রচারণা। বর্তমান ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ খান সেন্টু, উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য শেখ মো. জামাল হোসেন, আওয়ামী নেতা মঈনুল আলম বিপ্লব, মো. দেলোয়ার হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, মহিলা আওয়ামী লীগের শামীমা খানম আভা, তানিয়া আফরোজ শ্যামলী, এদের ব্যানার,ফেস্টুন দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park