এশিয়া কাপ ২০২৩ আসরের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ খেলতে নামেন শ্রীলঙ্কার বিপক্ষে। বৃহস্পতিবার (৩১-০৮-২০২৩) শ্রীলঙ্কা সময় দুপুর ২ টা ৫০ মিনিটে ( বাংলাদেশ সময় ৩ টা ৩০) ম্যাচটি শুরু হয়। টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে যায়। শুরুতেই ধ্বস নামে বাংলাদেশী শিবিরে। ওপেনিং জুটি মুহুর্তেই ভেঙে ফেলেন শ্রীলঙ্কান বোলাররা। বাংলাদেশ সবকয়টি উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে।
১৬৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৯ ওভারেই জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে শুরুতেই ৩উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন বাংলাদেশী বোলারেরা। তবে সাদিরা সামাবিক্রমা ও চারিথ আসালাঙ্কার ব্যাটিং নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। প্রথমেই উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। তাসকিনের ওভারে ৩ বলে ১ রান করেই সাজঘরে ফেরেন দিমুখ করুনারত্নে। এরপর ব্যাটিংয়ে আসেন কুশাল মেন্ডিস। এরপর পাথুম নিশাঙ্কাকে আউট করেন পেসার শরীফুল, এরপর ব্যাটিংয়ে আসেন সাদিরা সামাবিক্রমা।
মেন্ডিস ও সামাবিক্রমা জুটি করে তুলেন। তবে এ জুটি বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। সাকিব আল হাসানের বলে আউট হোন মেন্ডিস। এরপর মাঠে নামেন চারিথ আসালাঙ্কা। শ্রীলঙ্কা চাপে পড়ে যান। স্লো ব্যাটিং করে দলকে চাপ থেকে রক্ষা করেন। দুজনের জুটিতে জয় পায় শ্রীলঙ্কা। ৫৯বলে ফিফটি তুলে নেন সামাবিক্রমা ও ৯২ বল খেলে ৬২ রান করেন আসালাঙ্কা। ৩৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কা। এদিকে হার দিয় শুরু হলো বাংলাদেশের।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply