পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালিসে তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নওমলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নওমলা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন বুধবার (৩০আগস্ট) রফিকের দোকানে ইট পাটকেল মারা কে কেন্দ্র করে খলিলের ছেলে জীবনের সাথে তর্ক বিতর্কের একপর্যায়ে জীবনকে মারধর করেন অভিযুক্তরা। পরে স্থানীয়রা সালিশ মীমাংসার জন্য মোকলেছকে দায়িত্ব দেন। ঘটনার দিন বৃহস্পতিবার জীবন বাড়ি না থাকায় জীবনের মা হনুফা বেগমকে ঘর থেকে বের করে দিয়ে সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ঘর তালাবদ্ধ করে রাখে অভিযুক্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশে মোকলেছ বাড়ি আসলে ডাক চিৎকার শুনে এগিয়ে এসে দেখেন হনুফা সহ তার (মোখলেছের) স্ত্রীকে মারধর করছে। জানতে চাইলে তাকে ও বেধড়ক মারধর করা হয়। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এঘটনায় মোকলেছ বাদি হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে অভিযুক্ত রফিক বলেন, মারধরের কোন ঘটনা ঘটেনি।
বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply