আইসিসি এশিয়া কাপ ২০২৩ ১১তম আসরের পর্দা উঠলো জাঁকজমকপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। এবার এশিয়া কাপ আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানালে এক্সট্রা ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা সংযুক্ত হয়। কিন্তু প্রধান আয়োজক পাকিস্তান। সে মোতাবেক আজ বুধবার (৩০-০৮-২০২৩) পাকিস্তানের মুলতান স্টেডিয়ামে ১১তম এশিয়া কাপের আসর এক জমকালো উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠলো । উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী এ.আর. রহমান ও আতিফ আসলাম। জাঁকজমক সঙ্গীতায়োজনের পর হয় ফায়ারওয়ার্কস (আতশবাজি)। আতশবাজির আলোয় আলোকিত হয় পুরো স্টেডিয়াম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম ম্যাচ খেলবেন পাকিস্তান বনাম নেপাল। এ গ্রুপের ম্যাচ এটি। উল্লেখ্য, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত এবং নেপালসহ ৬ টি এশিয়া অঞ্চলের মধ্যে হবে ট্রফি জয়ের লড়াই। এই টুর্নামেন্টে নেপালের অভিষেক হবে। তারা উদ্বোধনী ACC পুরুষদের প্রিমিয়ার কাপ 2023 জিতে যোগ্যতা অর্জন করেছিল, যেখানে তারা সাত উইকেটে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করেছিল।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply