আজ আইসিসি এশিয়া কাপ ২০২৩ ১১তম আসরের উদ্বোধন হলো। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান বনাম নেপালের মধ্যকার খেলাটি হয়। নেপালের এটি অভিষেক এশিয়া কাপ। তাদের বিপক্ষে পাকিস্তান তুলে নেন এক বিশাল জয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাকিস্তান বনাম নেপালের মধ্যকার খেলা শুরু হয়। প্রথমে ব্যাট করতে নামেন পাকিস্তান। নেমেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ব্যাটে তুলেন ঝড়। ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ৫০ বলে ৪৪ রান করে ফেরেন সাজঘরে। অপরদিকে বাবর আজম তান্ডব চালান ১৩১ বলে করেন ১৫১ রান। সেসাথে তিনি এশিয়া কাপে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডে ২য় তে চলে আসেন। ইফতেখার আহমেদ করেন ৭১ বলে ১০৯ রান ও ফখর জামান করেন ২০ বলে ১৪ রান ৫০ ওভার শেষে ৬ উইকেট হাড়িয়ে পাকিস্তানের সংগ্রহ হয় ৩৪২ রান।
প্রথম ইনিংস শেষে নেপালকে দেওয়া হয় এক বড় টার্গেট। ৩৪৩ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে অভিষেক হওয়া দল নেপালকে হিমশিম খেতে হয়। পাকিস্তানি বোলারদের কাছে তারা ধরাশায়ী হয়। মাত্র ২৩ ওভার ৪ বল পর্যন্ত তারা টিকে থাকতে পারে। মোট রান সংগ্রহ করে ১০৪। নেপালের ব্যাটসম্যান সোমপাল কামি করেন ৪৬ বলে ২৮ রান, আরিফ শেখ ৩৮ বলে ২৬, গুলশান ঝা ২৩ বলে ১৩ ও কুশাল ভুর্তেল ৪ বলে করেন ৮ রান ২৩.৪ওভার খেলে সব উইকেট হাড়িয়ে নেপাল সংগ্রহ করেন ১০৪ রান। সেসাথে পাকিস্তান ২৩৮ রানের এক বিশাল ব্যবধানে তাদের প্রথম ম্যাচে জয় তুলে নেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply