“সম্প্রীতির ঝিনাইদহ গড়তে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা শহরের আহার রেষ্টুরেন্টে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগানে মতবিনিময় সভায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) পিস এ্যাম্বেসিডর মাসুদ আহম্মেদ সঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে সেসময় উপস্থিত ছিলেন জেলা মানবাধিকার কমিটির সভাপতি ও সুশীল সমাজের প্রতিনিধি আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক আসিফ কাজল, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদস্য জেলা আওলীগের সদস্য এ্যাড. সালমা ইয়াসমীন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা বেগম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, ওয়ার্কাস পার্টির অরুন ঘোষ, জাসদের মনিরুজ্জামান মানিক, মানবাধিকার কর্মী বাবুল কুন্ডু, সাবেক চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক মিনা ও দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী গিয়াস উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি’র) সমন্বয়কারী শরীফ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বক্তাগন বলেন, দেশে যে চলমান রজনৈতিক অস্থিতিশীলতা চলছে তা মুলত প্রধান দুটি দলের আদর্শিক সংঘাত। এই সংঘাতের সাথে দেশের সাধারণ মানুষ জড়িত নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও ছাড় দেয়ার প্রবণতা থাকলে অনিবার্য সংঘাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানো সম্ভব। এছাড়াও ঐক্যের ভিত্তিত্বে সংঘাতমুক্ত ঝিনাইদহ গড়ার আহবান জানিয়েছেন জেলার রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply