1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লৌহজং প্রেস ক্লাবের ৩য় বর্ষ পূর্তিতে নানান আয়োজন পদ্মা সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়াল লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল মৌলভীবাজারে চার দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন বাউফলে চাচার হাতে ভাতিজা খুন, আসামী গ্রেপ্তার, ফাঁসির দাবিতে মানববন্ধন রৌমারী ও চর রাজিবপুরের ২৫ গ্রামের মানুষ পানিবন্ধি ঝিনাইদহে ৪ দফা দাবী আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি বিলকিস ও প্রশিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ অনিয়মের অভিযোগ প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়ে কাপে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

শিক্ষা বান্ধব শিক্ষক ঝলক কান্তি চক্রবর্তী

মো. জালাল উদ্দিন জেলা প্রতিনিধি মৌলভীবাজার (সিলেট)
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝলক কান্তি চক্রবর্তী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন ২নং ভূনবীর ইউনিয়নের বৌলাশির গ্রামের মৃত- তুষার কান্তি চক্রবর্তী, যিনি শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করে গেছেন ও মৃত- মনিকা দেবী, যিনি দেবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে গেছেন, তাদের ৪ সন্তান দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় ছেলে, ঝলক কান্তি চক্রবর্তী । তিনি -২৫ জানুয়ারি ১৯৬৮ ইং,জন্ম গ্রহণ করেন শ্রীমঙ্গলে।
তিনি প্রাথমিক লেখাপড়া করেন শ্রীমঙ্গলে-চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে- এস এস সি ১৯৮৩ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, এইচ এস সি ১৯৮৫ শ্রীমঙ্গল সরকারি কলেজ, বি এস সি, অনার্স গণিত ১৯৮৮ এম সি কলেজ ,এম এস সি, গণিত ১৯৮৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজে ১৯৯১ সালের দুসরা নভেম্বর সহকারী শিক্ষক হিসেবে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন।
পরে ১৯৯৮ থেকে ২০০৫ পর্যন্ত BRAC  Pace পোগ্রামে গণিত ট্রেইনার হিসেবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন BRAC সেন্টারে ৫০ এর অধিক ট্রেনিং পরিচালনা করেন।
এরপর তিনি সহধর্মিণীর তুলিকা চৌধুরী কে বিবাহ্ করেন ১৯৯৮ সালে। তাদের একমাত্র ছেলে তন্ময় চক্রবর্তী।
২০০৬ থেকে ২০১০ পর্যন্ত সরকারি ট্রেনিং প্রজেক্ট SEQAEP (সেকায়েপ) এ গণিত প্রশিক্ষক হিসেবে কুলাউড়া, কমলগঞ্জ, কোম্পানিগঞ্জ, দোয়ারা বাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন সেকায়েপ অন্তর্ভুক্ত বিদ্যালয়ে কর্ম সম্পাদন করেন।
অন্তবর্তী সময়ে TQI প্রজেক্টেও প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও শ্রীমঙ্গলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্বাবধানে অনুষ্ঠিত বিভিন্ন গণিত প্রশিক্ষণেও কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে।
২০১০ সালের ৩০ ডিসেম্বর সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে তার ও কমিটির প্রচেষ্টায় ভূনবীর দশরথ হাই স্কুল টি প্রথম একটি পূর্ণাঙ্গ পাবলিক পরীক্ষা কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করে যাহা গ্রামীণ এলাকার প্রথম ও উপজেলার তৃতীয় পাবলিক পরীক্ষা কেন্দ্র হিসাবে পরিচিত লাভ করে। তাঁর সময়ে ২০১৬ সালে বিদ্যালয়টি প্রথম কলেজে পর্যায়ে পাঠদানের অনুমতি লাভ করে। ২০১৬ সালে দেশে প্রথম জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন শুরু হয় ঐ সালে তিনিই উপজেলার প্রথম “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” হিসেবে নির্বাচিত হন।
এর আগে ২০১৫ সালে শ্রীমঙ্গল উপজেলায় বেসরকারি  শিক্ষকদের কল্যাণে “প্রগ্রেসিভ টিচার্স ফান্ড” বা “পিটিএফ” নামে একটি সঞ্চয়ী সমিতি গঠন করেন। ২০১৬ সাল থেকে তার অধীনে ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজে একটি প্রাথমিক শাখা সংযুক্ত হয় ফলে নার্সারি থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ে ৬টি, মাধ্যমিক পর্যায়ে ৫টি, কলেজ পর্যায়ে ২টি সহ সর্বমোট ১৩ টি শ্রেণিতে প্রতিদিন ২২ টি শাখায় পাঠদান পরিচালনার দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন।
২০১৮ সালে ও ২০২৩ সালে পরপর দু দুবার বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের বিপুল ভোটে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির “সভাপতি” নির্বাচিত হন।
তাহার এই শ্রেষ্ঠত্বের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে অসংখ্য সন্মানা পদক অর্জন করেন। তাহার কর্মস্পৃহা, সততা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে  প্রাচীনতম বিদ্যালয়টি একটি আর্দশ বিদ্যালয় হিসাবে রুপদেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে ২০০০ সালে সংগীত ও চারুকলা প্রতিষ্ঠান “নন্দন কানন একাডেমি” প্রতিষ্ঠা করেন,যেটি শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত দিলীপ কুমার চৌধুরী কোচিং সেন্টার হিসেবে শুরু করেছিলেন। বর্তমানে একাডেমিতে ছবিআঁকা,গান,কবিতা আবৃত্তি সহ তবলা শেখানো হয়। এ ছাড়াও এখানে তার ছোট ভাইয়ের তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দেরও বিশেষ ব্যাচে পড়ানো হচ্ছে।
ঝলক কান্তি চক্রবর্তী বলেন, কর্মজীবনের প্রায় শেষে এসে তাঁর বিশেষ অভিব্যাক্তি “আমি এমন এক এলাকায় কর্মজীবন অতিবাহিত করেছি যেখানে আমার চেয়ে স্বাধীনকর্মী আর কেউ নয় তিনি মনে করেন “শিক্ষক, অভিভাবক, কমিটি, শিক্ষার্থী থেকে শুরু করে এলাকাবাসী সবাই তাঁকে সারাজীবন স্বাধীন ভাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন যা তার জীবনের অনন্য পাওয়া”। ভুল তাঁর হয়তো হয়ে থাকতে পারে কিন্তু সবাই তাকে আরও উৎসাহিত করে এগিয়ে যেতে সাহায্য করেছেন। শ্রীমঙ্গলের শিক্ষক সমাজও তাঁকে হাত ভরে দিয়েছে। যতদিন বেঁচে থাকবেন এদের সকলের সেবা করেই বেঁচে থাকতে চান। শ্রেষ্ঠতম পেশা শিক্ষকতায় থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এখানে নিয়মের বিচ্যুতি ঘটানোর সুযোগ কম থাকায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিচ্ছি। ছাত্র-ছাত্রীদের অমলিন ভালবাসা পাবার সুযোগ ছিল বলে নিজেকে ধন্য মনে করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park