ওয়াগনার বাহিনী প্রধান প্রিগোজিনের শেষ পরিনতি হলো মর্মান্তিক মৃত্যু। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার বাহিনী। ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুবই আস্থাভাজন ছিলেন। যার দরুন ইউক্রেনে এ বাহিনীকে যুদ্ধ করার জন্য ভাড়া করে রাশিয়া। বেশ কিছুদিন পর বাধে বিপত্তি, হঠাৎ ওয়াগনার বাহিনী প্রধান প্রিগোজিন যুদ্ধ করবেনা বলে ঘোষণা দেন, এবং অভ্যুত্থান করার চেষ্টা করেন। তবে ঘোষণার পর বেশিক্ষণ নিজ ঘোষণায় স্থির থাকতে পারেনি ওয়াগনার বাহিনী। দুদিন পর নেয় ভিন্ন মোড়। ওয়াগনার বাহিনী প্রধান প্রিগোজিন ভিডিও বার্তায় বলেন তিনি অভ্যুত্থান করেনি। তারা যুদ্ধ ত্যাগ করে ফিরে আসছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব আচ করে কৌশলী হোন। সাধারণ ক্ষমা করেন ওয়াগনার বাহিনীকে ও এর প্রধান প্রিগোজিনকে। তবে বিশ্ব এর ভেতরে সন্দেহ দেখতে পেয়েছিলেন। বিশ্বের অনেক বড় বড় সংবাদ মাধ্যম ও আমেরিকা বরাত বলা হয় কিছুদিনের মধ্যেই প্রিগোজিনকে হত্যা করা হতে পারে। কিন্তু পুতিন অনেক ধৈর্য্য ধারণ করে ছিলেন। এটা তার বিচক্ষণতা ও কৌশল। তার উপর কোনো দোষ জেনো না বর্তায় যেকোনো কৌশলে তার সাথে গাদ্দারি কারার প্রতিশোধ নিবেন বলে ধারণা করেছিলো বিশ্ববাসী। ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার দুই মাসেরও কম সময়ের মধ্যে বুধবার (২৩-০৮-২০২৩) রাতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান রুশ ভাড়াটে যোদ্ধার দল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে আরও ৯ সহযোগী ছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১১টায় এই খবর জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে দূর্ঘটনার সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যায় তাকে বহনকারী বিমান হঠাৎ আকাশেই আগুন ধরে যায়, আগুন জ্বলতে জ্বলতে বিমানটি মাটিতে ভূপাতিত হয়। সূত্র বলছে রাশিয়ান এয়ার ডিফেন্স ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ব্যক্তিগত জেটকে গুলি করে ভূপাতিত করে করে বলে জানা যায়। এর মাধ্যমেই হলো করুন মৃত্যু ওয়াগনার বাহিনী প্রধান প্রিগোজিনের।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply