ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে মাওয়া প্রান্তে যানবাহনের ওভার স্পিডিং রোধে স্পিডগান দিয়ে স্পিড চেকিং করছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে টিআই জিয়াউল হায়দার নেতৃত্বে এক্সপ্রেস ওয়েতে চলাচল কারী যানবাহনের ওভার স্পিডিং চেক করেন। দেখা যায় স্পিড গান নিয়ে দাড়িয়ে থাকা পুলিশ সদস্য ওভার স্পিডে যেসকল গাড়ী চলাচল করছে তাদের গতিরোধ করে গাড়ীর কাগজপত্র চেক করছেন বিশেষ করে মোটরসাইকেল। কাগজপত্র চেক করার পর ওভারস্পিডিংয়ের জন্য ২৫০০ টাকা জরিমানা করছেন।
সরজমিন দেখা যায় বেশকিছু মোটরসাইকেল ওভার স্পিডে চলাচল করে, পুলিশ তাদের গতিরোধ করে গাড়ীর কাগজপত্র চেক করছেন এবং কাগজপত্র ঠিক থাকলে শুধু ওভার স্পিডের জন্য ২৫০০ টাকার মামলা দিচ্ছে।
এবিষয়ে ট্রাফিক ইনচার্জ (টিআই) জিয়াউল হায়দার। প্রতিবেদককে বলেন আমাদের নিয়মিত ডিএসবিতে রিপোর্ট করতে হয়। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত যানবাহনের ওভার স্পিডিং রোধে স্পিডগান দিয়ে যানবাহনের স্পিড চেক করি। মটরসাইকেলের স্পিড ই শুধু চেক করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু মোটরসাইকেল স্পিডগানে ওভার স্পিডিং চেক করা হচ্ছে এমন কিছু না। আসলে অন্যান্য যানবাহন যেমন বাস, ট্রাক ফোর হুইলার গাড়ীর স্পিড ৭০ থাকলে মনে হয় অনেক স্পিড। আমাদের আইন হচ্ছে ৮০ উপর গতি থাকলেই গতিরোধ করে গতি অমান্য করার জন্য গতিরোধ করে জরিমানা করা। মটরসাইকেল টুুহুইলার, তাদের গতি বেশিরভাগ সময় ৮০ কিঃমিঃ’র উপরে থাকে, যার জন্য অন্যান্য যানবাহনের চেয়ে মোটরসাইকেল গতিবিধি অমান্য করে ও স্পিডগানে ওভারস্পিড দেখায়।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply