কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনে অবৈধভাবে বাড়ি নির্মাণকালে অভিযান চালিয়ে তা উচ্ছেদ করে দিয়েছে বন বিভাগ। কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জের সদর বনবিটের অধীন সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বাড়ি নির্মাণ করে একটি ভূমিদস্য চক্র। বিষয়টি বনবিভাগের নজরে আসার পর বুধবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জের দক্ষিণ ছাইরাখালী ছিরাপাহাড় এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বনবিভাগ। এ সময় বন বিভাগের লোকজন অবৈধভাবে নির্মিত বাড়িটি উচ্ছেদ করে দেয়।
ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে স্থাণীয় বনবিট কর্মকর্তা, রেঞ্জ অফিস ও বনবিটে কর্মরত ফরেস্ট গার্ড, হেডম্যান এবং বেশকিছু ভিলেজার এ উচ্ছেদ অভিযানে অংশ নেন। উচ্ছেদ অভিযানের ব্যাপারে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, ফাঁসিয়াখালী রেঞ্জের সদর বনবিটের অধিন দক্ষিণ ছাইরাখালী ছিরাপাহাড় নামক এলাকায় সংরক্ষিত বনে অবৈধভাবে বাড়ি নির্মানের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বন বিভাগের লোকজন দিয়ে নবনির্মতব্য বাড়িটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বাড়িটি নির্মাণ করেছিল ওই এলাকার জাফর আলমের ছেলে নাছির উদ্দিন। উচ্ছেদ অভিযানের সময় তিনি কোন বাঁধা দেননি। তবে উচ্ছেদ অভিযান শেষে ভবিষ্যতে এমন কাজ আর করবেনা মর্মে নাসির উদ্দিনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। পুনরায় যদি নাসির উদ্দিন এমন কাজে লিপ্ত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply