হুসেইন মুহাম্মাদ এরশাদের দল জাতীয় পার্টি ( জাপা) এর চেয়ারম্যান নিজেকে ঘোষণা করলেন রওশন এরশাদ। মঙ্গলবার (২২-০৮-২০২৩) সকালে এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
বিবৃতিটি ছিলো এরূপ, “আমি বেগম রওশন এরশাদ, এমপি ও বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে, দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম”।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করায় তার থেকে কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে দলের চেয়ারম্যান সফর কালীন সময়ে দলের বড় সিদ্ধান্ত এভাবে নেয়ায় নেতিবাচক প্রভাব ফেলেবে রাজনৈতিক অঙ্গনে।
Leave a Reply