ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক বসির আহাম্মেদের পিতা আকবর আলী সরদার (৬৫), দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন সাংবাদিক মহল। সাংবাদিকের পিতা ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আকবর আলী সরদার রবিবার রাতে ১০৪ ডিগ্রী জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। সোমবার সকালে সদর হাসপাতালের ডাক্তার ডেঙ্গু টেস্ট দিলে দুপুরের পর রিপোর্ট হাতে পেলে ডাক্তার ডেঙ্গু পজেটিভ বলে জানান। তবে তিনি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছে। সাংবাদিক বসির তার পিতার আশু রোগ মুক্তি কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে। অপরদিকে সাংবাদিক বসির আহাম্মেদ এর পিতার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা, অনলাইন নিউজ পোর্টাল “নিউজ বায়ান্ন-২৪” এর সম্পাদক ও প্রকাশক মো. রমজান হোসাইন খান রকি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম রায়হান, সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দার বাবলু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, দৈনিক এই আমার দেশ পত্রিকার চীফ রিপোর্টার রাজু আহমেদ, দৈনিক বাংলাদেশ পোষ্টের ভ্রাম্যমান প্রতিনিধি দেলোয়ার কবির, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, সময় টিভির স্টাফ রিপোর্টার লোটাস রহমান সোহাগ, মাই টিভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান মিঠু মালিথা, সময়ের আলোর জেলা প্রতিনিধি আলী আহমেদ লিকু, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি তারেক মাহমুদ, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মমিনুর রহমান মন্টু, আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান জিকুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক বসির আহাম্মেদ এর পিতার অসুস্থতায় সহমর্মিতা ও দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনায় নিউজ বায়ান্ন ২৪ পরিবার।
Leave a Reply