কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা পশু হাসপাতালের পূর্ব পাশে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ময়লার দুর্গন্ধে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। এতে পথচারীদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে যত্রতত্র ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে। এই পথ দিয়ে যাতায়াত করে স্কুল কলেজের শিক্ষার্থীরা, ইউপি পরিষদের সদস্য ও সাধারণ নাগরিকরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা সহ নানান পেশাজীবী।
স্থানীয় লোকজনের অভিযোগ, দিনের পর দিন এ সব ময়লা-আবর্জনা পড়ে থাকলেও পরিচ্ছন্নতাকর্মীরা তা অপসারণ করেন না।পথচারী মোঃ আরিফ হোসেন বলেন, প্রায় সময় দেখা যায়,পরিচ্ছন্নতাকর্মীরা বাজারের ময়লা-আবর্জনা সংগ্রহ করে ভ্যানে করে পথের আশে পাশে রাখেন। এতে করে আমাদের চলাচল কষ্ট হয়ে গেছে। ময়লার দুর্গন্ধে বিকল্প সড়ক দিয়ে চলতে হচ্ছে।
রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস প্রতিবেদককে বলেন, বিষয়টি দ্রুত সমস্যা সমাধান করা হবে।
রাজিবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ বলেন, আমি সদর ইউনিয়নের চেয়ারম্যান কে দায়িত্ব দিয়েছি। তিনি সরেজমিনে গিয়ে সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যাবস্থা নিবেন।
Leave a Reply