ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় লেডিস ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তরের ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক সাদিয়া জেরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পত্নী শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সহ-সভাপতি পুলিশ সুপার পত্নী আইরিন হোসেন, সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার পত্নী শারমিন সুলতানা, বিসিক শিল্প নগরীর উপ-মহাব্যবস্থাপক সেলিনা রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী।
দোয়া মাহ্ফিল পরিচালনা করেন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ বশির উল্লাহ।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply