মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃষি ক্ষেত্রে বালাইনাশকের নিরাপদ ব্যবহার ও ঝুঁকি হ্রাসের উপায় নিয়ে কর্মশালা হয়েছে। বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়াল কর্মশালার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ কল্যাণ কুমার সরকার।
২০ জন কৃষক, ১০ জন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা, ৫ জন কীটনাশক ডিলার ও ৫ জন ভোক্তাসহ মোট ৪০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ গবেষক মো. নাজমুল হোসেন। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, রুকাইয়া শারমিন প্রশিক্ষণও দেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply