মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ১৬ আগস্ট ২০২৩ইং, সকালে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস আখাউড়া-সিলেট রেলপথের ভানুগাছ-শমসেরনগর সেকশনের আউটার এলাকার বড়গাছ নামক স্থানে এ ঘটনাটি ঘটে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, আমাকে ভানুগাছ স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এক নারীর ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি শ্রীমঙ্গলস্থ রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেছেন
Leave a Reply