বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ মুন্সীগঞ্জের লৌহজংয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫-০৮-২০২৩) সকালে লৌহজং উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুর্যাল “হিমালয়” এ পুষ্পস্তাবক অর্পন করা হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণী এবং ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওসমান গণি তালুকদার, চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) মো ইলিয়াস শিকদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলামসহ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply