1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজং প্রেস ক্লাবের ৩য় বর্ষ পূর্তিতে নানান আয়োজন পদ্মা সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়াল লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল মৌলভীবাজারে চার দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন বাউফলে চাচার হাতে ভাতিজা খুন, আসামী গ্রেপ্তার, ফাঁসির দাবিতে মানববন্ধন রৌমারী ও চর রাজিবপুরের ২৫ গ্রামের মানুষ পানিবন্ধি ঝিনাইদহে ৪ দফা দাবী আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি বিলকিস ও প্রশিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ অনিয়মের অভিযোগ প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়ে কাপে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) মৌছা আমেনা হাকিম দাখিল

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার নাম ঘোষণা করেছেন জেলা প্রশাসক। সে সাথে প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট মাওলানা মো: মোস্তফা কামালকে উপজেলা পর্যায়ে ষষ্ঠবারের মতো সেরা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। এ নিয়ে চতুর্থ বার জেলার ও অষ্টম বার উপজেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে স্বীকৃতি অর্জন করেন।

জানা যায়, সেকেন্ডারি এডুকেশন কোয়েলিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রাতিষ্ঠানিক কৃতিত্ব পায় ২০১৪ ও ২০১৬ সালে। পুরষ্কার হিসেবে দুইবারই এক লাখ টাকা করে ও সনদ প্রদান করা হয়। সে সাথে জাতীয় শিক্ষা সপ্তাহে ২০১৮ বিভাগের (ঢাকা অঞ্চল) শ্রেষ্ঠ হয় এ প্রতিষ্ঠানটি। অন্যদিকে ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে জেলায় এবং ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২২ ও ২০২৩ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সফলতা অর্জন করেন। এ দিকে চলতি বছরের গত মাসে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) আওতায় ২য় পর্যায়ে ২০২৩-২৪ অর্থবছরে স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি উপজেলা পর্যায়ে প্রশাসক থেকে ৫ লক্ষ টাকা অর্থ প্রদান করা হয়। সে অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দের জন্য প্রণোদনা, বইপত্র-লাইব্রেরি, শিক্ষা উপকরণ এবং গবেষণাগার সরঞ্জামসহ ছাত্র-ছাত্রীদের ফ্যাসিলিটির, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ফ্যাসিলিটি উন্নয়নে ব্যবহৃত করা হয়েছে।

মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মোস্তফা কামাল প্রতিবেদককে জানান, ২০০২ সালের পহেলা জানুয়ারি আমাদের এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক খানের সার্বিক ও আর্থিক সহযোগিতায় আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটিকে সফলতার উচ্চসিরায় নিতে পেরেছি। ঢাকা বিভাগের প্রথম হওয়া, জেলায় চতুর্থবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়া। উপজেলা পর্যায়ে অষ্টমবারের শ্রেষ্ঠ হওয়া সত্যিই গর্বের ও আনন্দের। সে সাথে আমাকে ২০১৫ সালে জেলা পর্যায়ে এবং ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২০, ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একশত সাড়ে ২৪ শতাংশ জমির উপর নির্মিত দ্বিতলা, তিনতলা ও চারতলা বিশিষ্ট তিনটি ভবন রয়েছে। সে সাথে টিনসিটের আরও একটি ভবন আছে আমাদের প্রতিষ্ঠানে। মনোরম পরিবেশে আমাদের প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ৬শতাধিক শিক্ষার্থী পাঠগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park