বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদাণ করেছে বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর সরকারি কলেজ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সেসময় সীমান্তবর্তী মাটিলা, বাঘাডাঙ্গা, শ্রীনাথপুর, বেনীপুর ও মাধবখালী সীমান্ত এলাকার ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন মহেশপুর ৫৮ বিজিরি পরিচালক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা। পরে ওই এলাকার শতাধিক অসহায় দুস্থদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদাণ ও ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা প্রদাণ করেন বিজি হাসপাতালের মেডিকেল অফিসার মেজর আয়েশা সিদ্দিকি ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মামুন পারভেজ। বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরদ্রি পরিবারগুলো।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply