দৈনিক ইনকিলাবের ঝিনাইদহ সংবাদদাতা ও শহরের মডার্ণমোড়ের বাসিন্দা মোস্তফা মাজেদের নাতি কাজী মাইনুল হক উজান (১১) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। রোববার ভোরে ঢাকার মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাইনুল হক উজান ঢাকা নির্ঝর ক্যন্টনমেন্ট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেনীর ছাত্র ও ঢাকার কল্যানপুর নতুন বাজার এলাকার কাজী সাইদুল হক রাজিবের ছেলে। রোববার বিকালে ঝিনাইদহ পৌর গোরস্থানে এক শোকবিধুর পরিবেশে উজানকে দাফন করা হয়। উজানের মামা মোস্তফা জানান, ৬ দিন আগে উজান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাধীন ছিল। তিনদিন পর হঠাৎ তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে ঢাকার মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে উজানের মৃত্যু হয়। এদিকে উজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহ শহরের মডার্ণ মোড় পাড়ায় শোকের ছায়া নেমে আসে। উজানের মা সেলিনা আক্তার সন্তানের শোকে পাগল প্রায়।
Leave a Reply