সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি’র অনুপ্রেরণায় ঝিনাইদহে গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যা- সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) জনগণের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র্যালির আয়োজন করে। আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষ্যে ইয়েস গ্রুপের উদ্যোগে “টেকসই বাংলাদেশ বিনির্মাণে তারুণ্য চাই জাতীয় সবুজ-দক্ষতা কৌশল” শ্লোগানকে সামনে রেখে সাইকেল র্যালির আয়োজন করা হয়। র্যালিতে ৩৩ জন ইয়েস ও এসিজি সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধক ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি বলেন, যুব সমাজ চাইলেই একটি সমাজ পরিবর্তন করতে পারে। আজকের প্রতিপাদ্যে যুবদের টেকসই দক্ষতাকে বোঝানো হয়েছে। এই সাইকেল র্যালি যতটুকু মেসেজ দিতে পারবে তাই বড় পরিবর্তনের অংশ হয়ে থাকবে। এসময় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি এম. সাইফুল মাবুদ, সহসভাপতি সালমা খানম, সদস্য এন. এম. শাহজালাল, নাসরিন ইসলাম, সুরাইয়া পারভীন মলি, মাহমুদা রহমান খুশি, কাজল কুমার বিশ্বাস এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বখতিয়ার হোসেন। ইয়েস দলনেতা মেহেদী হাসান ও সদস্য জোবাইদা খাতুন বৃষ্টির নেতৃত্বে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply