ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে গোলাম রসুল (২৭) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার তালিনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গোলাম রসুল কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি গোলাম রসুল গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক মটর মেরামতের কাজ করছিলো গোলাম রসুল। সেসসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় । সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারুণী পাশা তাকে মৃত ঘোষনা করেন।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তারুণী পাশা জানান, হাসপাতালে আসার আগেই বিদ্যুৎস্পৃষ্টে আসা ঐ ব্যাক্তির মৃত্যু হয়েছে।
কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নাজিবুল হক জানান, সকালে নিজ রসুল গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক তার মেরামতের কাজ করছিলো। সেসসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply