ঝিনাইদহের কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ এক এতিমকে একটি ভ্যান ক্রয় করে দিয়েছেন। এতিম ছেলেটির নাম জলিল, সে কিছুদিন আগে ভ্যান রেখে পাশের একটি দোকানে যান। এরপর দোকান থেকে ফিরে এসে দেখেন উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি আর নেই। ভ্যান হারিয়ে কাঁদতে থাকেন জলিল হোসেন। তার করুণ আর্তনাদ দেখে অসহায় জলিলকে ভ্যান কিনে দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ।
রোববার বিকেলে জলিলকে ভ্যান প্রদান করে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ। এ সময় গ্রুপটির এ্যাডমিন যুগান্তরের সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ, সাংবাদিক মিশন আলী, রিওন হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, মাত্র ৬ বছর বয়সে বাবা-মাকে হারায় জলিল। আপন বলে আর কিছুই নেই। এরপর ছোট ভাইকে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রাম থেকে রঘুনাথপুর এতিমখানায় থাকা শুরু করে। সেখানে কিছুদিন থাকার পর এতিমখানার পাশের একটি বাড়িতে আশ্রয় দেন এক নারী। ওই নারীকে দাদি বলেই ডাকে তারা দুই ভাই। সেই শিশু জলিল এখন যুবক। ধার-দেনা করে একটা অটোভ্যান কিনে ভাড়া মারতেন। কিন্তু গত ২২ জুন বারবাজার মাছের হাট এলাকা থেকে চুরি হয়ে যায় জলিলের ভ্যানটি। উপার্জনের একমাত্র সম্বলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সে। এরপর সে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপকে বিষয়টি জানালে জলিলের পাশে দাঁড়ায় তারা। জলিল হোসেন বলেন, তার এই ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে হয়ে যায়। উপার্জন করার মতো কিছুই ছিল না। কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ একটি ভ্যান দিয়েছে। এখন আমি খুবই খুশি। যারা তাকে সহযোগিতা করেছে আল্লাহ তাদের ভালো রাখুন। কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের অ্যাডমিন শাহরিয়ার আলম সোহাগ বলেন, কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ সামাজিক ও মানবিক কাজ করে। তারই ধারাবাহিকতায় এতিম জলিলকে ভ্যান দেওয়া হলো। আর এসব কাজে গ্রুপের সদস্যরা আর্থিক সহযোগিতা করে।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply