মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির বালক ও বালিকা নিয়ে আলাদা আলাদা শ্রেণিভিত্তিক টিম গঠন করা হয়। টুর্নামেন্টে বালিকা নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ফাইনালে অংশ গ্রহণ করেন। এতে নবম শ্রেণিকে ১-০ গোলে পরাজয় করে জয় লাভ করেন দশম শ্রেণির শিক্ষার্থীরা। এদিকে বালক অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ফাইনাল খেলায় ৬-১ গোলে দশম শ্রেণির জয় লাভ হয়।
খেলা শেষে দুপুর দেড়টায় প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল আউয়াল। এ সময় হলদিয়া প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অলক কুমার মিত্র, সাধারণ সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, খেলার পরিচালক এসএম বশিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে (বালক) ম্যান অফ দ্যা ম্যাচ (ফাইনাল) ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন দশম শ্রেণির শিক্ষার্থী বিজয় হোসেন এবং সেরা গোল রক্ষকের পুরষ্কার পান নবম শ্রেণির সোহান। সে সাথে অপর দিকে, (বালিকা) ম্যান অফ দ্যা ম্যাচ (ফাইনাল) দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নবম শ্রেণির শিক্ষার্থী সুর্বণা আক্তার ও সেরা গোল রক্ষক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতিকে পুরষ্কৃত করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply