মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার ৫ নম্বর আসামি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদকে (ক্যাপ্টেন বাবুল) সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২-০৮-২০২৩) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চন্দ্রেরবাড়ি বাজারের মদিনা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করে আর্থ-সামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র অবারিত বাংলা। অবারিত বাংলার সভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার।
লৌহজংয়ের গর্বিত সন্তান জীবন্ত কিংবদন্তি নূর মোহাম্মদের সংবর্ধনা সভায় অবারিত বাংলার সহসভাপতি অলক কুমার মিত্রের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান। বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, লেখক-গবেষক মুনীর মোরশেদ, এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালক বিএম শোয়েব, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হেলেনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে সংবর্ধনাপ্রাপ্ত নূর মোহাম্মদ মহান মুক্তিযুদ্ধ ও আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply