মুন্সীগঞ্জের লৌহজংয়ে আগামী সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন মতবিনিময় সভা করেছেন। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন গতকাল শনিবার বিকালে উপজেলার হলদিয়া গ্রামে তাঁর নিজ বাড়ির আঙিনায় এ সভা ডাকেন।
ঢালী মোয়াজ্জেম হোসেন আগত মুক্তিযোদ্ধা ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আজ আমি একটি বিশেষ কারণে আপনাদের ডেকেছি। আর তা হলো- কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সচিব আমাকে ফোন দেন। তিনি শেখ হাসিনার পক্ষ থেকে বার্তা নিয়ে কথা বলেন। শেখ হাসিনা নির্বাচনী এলাকায় আমার গণসংযোগের বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানান। আগামী সংসদ নির্বাচনের আগে আরও গণসংযোগ বাড়াতে বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের ডেকেছি।
ঢালী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এ সময় বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা দিদার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আবদুর রশিদ মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আগামী সংসদ নির্বাচনে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেনকে আওয়ামী লীগ থেকে মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply