1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লৌহজং প্রেস ক্লাবের ৩য় বর্ষ পূর্তিতে নানান আয়োজন পদ্মা সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়াল লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল মৌলভীবাজারে চার দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন বাউফলে চাচার হাতে ভাতিজা খুন, আসামী গ্রেপ্তার, ফাঁসির দাবিতে মানববন্ধন রৌমারী ও চর রাজিবপুরের ২৫ গ্রামের মানুষ পানিবন্ধি ঝিনাইদহে ৪ দফা দাবী আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি বিলকিস ও প্রশিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ অনিয়মের অভিযোগ প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়ে কাপে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

৪দিন ধরে পানি শূন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি শূন্য । ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে পানি না থাকার কারণে এতে রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ওয়াশব্লক থেকে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা।
হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার (০৭আগস্ট) হঠাৎ করেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্পের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি না থাকায় ওয়াশব্লক থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। চিকিৎসাধীন ও বর্হিবিভাগের রোগীরা ওয়াশব্লক ব্যবহার করতে পারছেন না।
আয়শা বেগম নামের এক রোগীর স্বজন বলেন, আমার স্বামী ডেঙ্গু জ্বরে আক্রান্ত  হয়ে ভর্তি হয়েছেন। খাবার পানি বাইরে থেকে সংগ্রহ করলেও সমস্যা হল ওয়াশরুম নিয়ে। হাসপাতালে পানি না থাকায়  প্রসাব-পায়খানার গন্ধে থাকা যাচ্ছে না। পানির অভাবে একটি ওযাশরুমও ব্যবহার করা যাচ্ছে না।
রহিমা বেগম নামের অপর এক রোগী বলেন, পানির পাম্প মেরামতের জন্য এখন পর্যন্ত কতৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, কেবল ইনডোর কিংবা আউটডোরেই নয়। আবাসিক ভবনগুলোতে পানি না থাকায় পরিবার নিয়ে  মহাদুর্ভোগে পড়েছেন চিকিৎসক ও সেবিকারা। পানির অভাবে বাসা ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্প অপারেটর অলিউল্লাহ বলেন, ৪ দিন পরে পাম্প মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই পানি সরবরাহ স্বাভবিক হবে।
এ বিষয়ে জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহাকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের এ দুরবস্থার কথা জানতে পেরে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে বোতলজাত পানি বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park