মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব-উর রহমান গত ৬ আগষ্ট ২০২৩, রোজ সোমবার রাত ৯ ঘটিকায় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ০৮ আগস্ট ২০২৩ইং, এক শোকবার্তায় বিএনপি’র মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অগাধ বিশ্বাসী এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণের প্রতি গভীর শ্রদ্ধাশীল মরহুম আইয়ুব-উর রহমান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা বিএনপিকে তার মেধা এবং শ্রম দিয়ে সুসংগঠিত ও মজবুত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আইয়ুব-উর রহমানকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply