দিনাজপুরের খানসামায় চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দর বাজার নামক স্থানে সকালে ব্যাটারীচালিত অটোভ্যানের ধাক্কায় অতুল রায় (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এবং আরো রবিন (২৬) ও আদুরী (১৯) নামে আহত হয়েছেন।
নিহত অতুলের বাড়ি খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডারারপাড় গ্রামের নারায়ন রায়ের ছেলে। আহতদের বাড়ি একই স্থানে।
জানা যায়, তারা তিনজন একই মোটরসাইকেল যোগে ইপিজেডে কাজের উদ্দেশ্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এবং আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছেন।
বিষয় দুটি নিশ্চিত করে খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, বিষপানের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি এবং সুরতহাল রিপোর্ট করেছি, যেহেতু ঘটনাটি চিরিরবন্দর থানাধীন এলাকায় তাই চিরিরবন্দর থানা আসামিকে চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply