মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার কাছে পদ্মা সেতু উত্তর থানাতে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। পদ্মাসেতু মাওয়া প্রান্তে বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি, ফুটওভার ব্রিজ নির্মাণ দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এছাড়া পদ্মা সেতু ও এর আশপাশ এলাকায় বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা মিলনাতয়নে ওপেন হাউজ ডে-তে এসব দাবি করেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে থানার ওসি আলমগীর হোসাইন সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। উপপরিদর্শক তায়েফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়াল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, মেদিনীমণ্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার।
উন্মুক্ত বক্তব্যে সাংবাদিক মিজানুর রহমান পদ্মা সেতু উত্তর থানার কাছে একটি যাত্রী ছাউনি নির্মাণ ও পদ্মা সেতু ও আশপাশের এলাকায় অবাধে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান পরিকল্পিতভাবে ও সরকারের রাজস্ব আদায়ের মাধ্যমে বালু উত্তোলনের ব্যবস্থা রাখার অনুরোধ করেন। কুমারভোগ ইউনিয়নের বেদেপল্লির বাসিন্দা সাহেব আলী তাঁর এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশকে ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply