ঝিনাইদহে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ এর মাধ্যমে অনলাইনে অর্থ সহায়তা প্রদাণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ এর মাধ্যমে অনলাইনে অর্থ সহায়তা প্রদান করা হয়।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইনে অর্থ সহায়তা প্রদান ও সেলাই মেশিন বিতরণের নির্দেশে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। । বক্তারা, শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্বাধীনতায় তার আত্মত্যাগের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এস এম সোহেল রানা, রোকেয়া খাতুন, শিললুর রহমান,ফৌজিয়া হক জুই প্রমূখ। জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় পরে সদর উপজেলায় ১৫ জনসহ জেলার ৬ টি উপজেলায় ৪০ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৪০ জন নারীকে অনলাইনে অর্থ সহায়তা প্রদান করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply