“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার। উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জহির ফকির, কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply