মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইয়ার আলী শেখের হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ধাইরপাড়া গ্রামে সোমবার বেলা ১১টার দিকে স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেন। এতে সকল শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বক্তারা জড়িত থাকা আসামিদের আইনের আওতায় এনে ফাঁসি দাবি করেন।
নিহতের ছোট ছেলে হৃদয় শেখ জানান, আমার বাবা পাওনা টাকা চাইতে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এখনও হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। কেনো পুলিশ মূল হোতাকে গ্রেফতার করছে না এর জবাব চাই। আমি প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আমার বাবার হত্যার সাথে জড়িত থাকা প্রধান আসামিকে গ্রেফতার করুন। এরপর এমন শাস্তি দেন যাতে এ শাস্তি দেখে অন্য কেউ আর অপরাধ করার সাহস না পায়।
উল্লেখ্য, গত ১৪ জুলাই শুক্রবার দুপুর ২টায় পাওনা টাকা চাওয়ায় মারামারির এক পর্যায়ে চাচাতো ভাইয়ের হাতে মৃত ইছাক আলী শেখের ছেলে ইয়ার আলী শেখ (৫৮) গুরুতর আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আহত হয় আরও ৩ জন। আহতরা হলেন ইয়ার আলী শেখের ছেলে হৃদয় শেখ (২৩), ইছাক আলী শেখের ছেলে ইউসুফ শেখ (৬২), ইউসুফ শেখের স্ত্রী সালমা বেগম (৫০)।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মৃত ইছাক আলী শেখের ছেলে ইয়ার আলী শেখকে কুপিয়ে জখম করে একই গ্রামের হামিদ শেখের ছেলে হোসনে শেখ, মুক্তার শেখ, মুক্তার শেখের ছেলে নিশাত শেখ, মৃত দুখাই ছেলে হামিদ শেখ, মনির হোসেনের ছেলে আকাশ, মুক্তার শেখের স্ত্রী রোকসানা বেগম। ইতিমধ্যে রোকসানা ও তানিয়া বেগম নামে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই ইউসুফ শেখ, সালমা বেগম, শিল্পী বেগম, শিলা আক্তার, নাজমা বেগম, মোহাম্মদ রব, মো. আকিকুর রহমান, বাদশা শেখ , আবুল শেখ ও হৃদয় শেখ প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply