“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার (২৪-০৭-২০২৩) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি জানান, চলতি জুলাই মাসের ২৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মাইকিং, ব্যানার, পোস্টার, ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, মৎস্যচাষি, মহৎজীবী, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মহৎচাষিদের বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মহৎ সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রশিক্ষণপ্রাপ্ত সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ।
উল্লেখ্য সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply