“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মূল সড়কে শোভাযাত্রা বের করা হয়। এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আবদুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদার,উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোয়াইব বিন আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার মো. বাহাউদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারসহ আরও অনেক।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply