লৌহজংয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে । গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার মো. বাহাউদ্দীন।
উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে অংশ নেন শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (কলমা ইউনিয়ন) ও উত্তর হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ( হলদিয়া ইউনিয়ন) ।উক্ত খেলা উত্তর হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে। দু’টি গোল করে শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী আলো আক্তার।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply