পবিত্র হিজরির নতুন চাঁদ দেখা গিয়েছে। সে হিসেবে শুরু হলো হিজরি ১৪৪৫ নববর্ষ। হিজরির প্রথম মাস হচ্ছে মুহররম। আর এই মুহররম মাসকে বলা হয় শারুল্লাহ মুহররম অর্থাৎ আল্লাহর মাস মুহররম। মহান সৃষ্টি কর্তা রাব্বুল আলামিনের কাছে যে চারটি মাস প্রিয় তার মধ্যে মুহররম মাস অন্যতম। এমাসে বেশি বেশি নফল ইবাদত করতে বলা হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা হতে মদিনায় হিজরত করেছিলেন, তার হিজরতের সময় স্মরণীয় করে রাখতে ও তারিখ মনে রাখতে হিজরি চালু করেন। এমাস মহান আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এমাসে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। নফল রোজা রাখতে হবে। বিশেষ করে আশুরা’র দিন, আগের দিন বা পরেরদিন মোট দুদিন নফল রোজা রাখতে বেশ জোর দেয়া হয়েছে ।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply