মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদ্রাসাছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক কলমার ডহরী গ্রামের আছিয়া খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ হাবিব (৪০)। সে একই গ্রামের মোকসেদ দেওয়ানের ছেলে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার ভুক্তভোগী ছাত্রীর মা থানায় এসে ধর্ষণচেষ্টার অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযুক্ত হাবিবুল্লাহ হাবিবকে আটক করে। পরে গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগী মেয়েটির মা জানায়, অভিযুক্ত হাবিবের পরিবারের পক্ষ ধর্ষণচেষ্টার সামাজিকভাবে বিচারের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে। এমনকি থানায় মামলা কিংবা সালিশ ডাকার ব্যবস্থা করা হলে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হয়।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply