মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে সাইটুলা গ্রামের দশ বছরের শিশু শিক্ষার্থী মাহিন নিখোঁজের একদিন পর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর পর মাহিনের পরিবারে শোকের মাতম বইছে। মাহিন সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়েনের ইউপি সদস্য মোঃ শাহজাহান বলেন, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাইটুলা গ্রামের আবুল হোসের ছেলে মাহিন (১০)কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুজি করে না পেয়ে সকালে বিষয়টি শ্রীমঙ্গল থানায় মৌখিকভাবে জানানো হয়। তবে শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের একটি ধান ক্ষেতে শিশুটির মরদেহ পাওয়া যায়। মাহিনের ঘারে ও কানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ছেলে মাহিনকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন বাবা আবুল হোসেন।
আবুল হোসেন বলেন, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তার ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। গ্রাম, হাট বাজার, আত্মীয় স্বজন সব জায়গাই খুঁজেছেন। কোথাও পাননি। শুক্রবার সন্ধ্যার একটু আগে উত্তর সাইটুলার একটি ধানক্ষেতে তার মৃত দেহ পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply