গ্রেফতারকৃত শফিক উদ্দিন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম এলাকায় স্বপ্না বেগম (৪২) নামে এক গৃহবধূ তারই স্বামীর বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং ১১ (০৪) ২০২৩)। পরবর্তীতে এই হত্যাকান্ডে জড়িত আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারে বিয়ানীবাজার থানার পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মঙ্গলবার (১১ এপ্রিল) বিয়ানীবাজার থানার পুলিশ শ্বাসরুদ্ধকর এক অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি শফিক উদ্দিনকে পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Leave a Reply