১২ই এপ্রিল বুধবার ২০ রমজান বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শহরের গাউছিয়া রেস্টুরেন্টে, বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম ইউসুফ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মুফতী হাবিবুর রহমান কাসেমী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মজলুম খেলাফত নেতা মাওঃ আব্দুল ওয়াজিদ।
প্রধান অতিথি বক্তব্যে মুফতী হাবিবুর রহমান কাসেমী বলেন , আমাদের মুহতারাম মহাসচিব আল্লামা মামুনুল হক দ্বীনের অতন্দ্র প্রহরী, তাকে দ্রুত মুক্তি দিতে হবে, তিনি আরো বলেন আল্লামা মামুনুল হক শুধুই বাংলাদেশ খেলাফত মজলিসের সম্পদ নয়,বরং মুসলিম উম্মাহর সম্পদ, তিনি বলেন, মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তাকে, সরকার সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে মিত্যা নাটক মঞ্চ করে বিনা বিচারে কারাবন্দী করে রেখেছে। আমরা অতি দ্রুত তার মুক্তি চাই।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ফেরদাউস আহমেদ, সহ সভাপতি মাওলানা হিফজুর রহমান হেলালী, সহ সভাপতি মাওলানা মর্তুজ আলী, সহ সাধারণ সম্পাদক শাহীন আহমদ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, খেলাফত নেতা মাওলানা নুরুল আনওয়ার, মাওলানা আজিজুল হক সিরাজী, মাওঃ মুফতী মাহমুদুল হাসান, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুহাজির বায়তুলমাল সম্পাদক হাফেজ মিজানুর রহমান, অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, সদস্য মুহাম্মদ আব্দুস সামাদ, আবু নোমান মুমিন, ছাত্র নেতা মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply