গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মঙ্গলবার (১১-০৪-২০২৩) রাত ১১ টা ২৫ মিনিটের সময় রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
গনস্বাস্থ্য কেন্দ্রের প্রেস সচিব জানান, গুরুতর অসুস্থ হয়ে তিনি তিনদিন আগে হাসপাতালে ভর্তি হোন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। দুইদিন আইসিইউতে থাকার পর আজ মঙ্গলবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা যায় তিনি জটিল জটিল রোগে ভুগছিলেন। কিডনির সমস্যায় ভুগেছেন কিডনি ডায়ালাইসিস করে চলেছিলেন। গতকাল তার অক্সিজেন নিতে কষ্ট হচ্ছিলো, তাই ভেন্টিলেশনের মাধ্যমে অক্সিজেন দেয়া হয়। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। পরবর্তীতে কি কি করা হবে ও তার জানাজা কখন হবে তা তার স্ত্রী শিরিন হক জানাবেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক নিউজ বায়ান্ন ২৪ এর সম্পাদক ও কর্মচারী কর্মকর্তাবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply