মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈদ উপহার প্রদান করেছেন। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মিজান সিনহা ১০টি ইউনিয়নের ৪০ হাজার পরিবারের মাঝে এ উপহার প্রদান করেন। শুক্রবার বাদ জুম্মা উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার নের্তৃত্বে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে এ উপহার তুলে দেওয়া হয়।
এরপর প্রতিটি ওয়ার্ডে তালিকা করে বিএনপির কর্মী ও অসহায় পরিবারের মাঝে এ উপহার পৌঁছে দেন। ঈদ উপহারের মধ্যে রয়েছে ১০ হাজার পিস থ্রিপিস, ১০ হাজার পিস শাড়ী, ১০ হাজার পিড লুঙ্গি ও ১০ হাজার পিস পাঞ্জাবি।
বিতরণকালে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ আজম খান, সাংগঠনিক সম্পাদক জাকির ভূঁইয়া, কোষাধ্যক্ষ মহসিন মোড়ল, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ রুমেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সরদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম মোল্লা পল্টু, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস শিকদার, সহ-সভাপতি রাকিব খান প্রমুখ।
আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা জানান, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজান সিনহার ব্যক্তিগত অর্থায়নে লৌহজংয়ে প্রায় ৪০ হাজার বিএনপির অসহায় কর্মীদের মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন। প্রথমে আমরা এ উপহার প্রতিটি ইউনিয়নে পাঠিয়েছি। এরপর ওয়ার্ডের নেতাদের কাছে তুলে দিয়েছি। তারা তাদের ওয়ার্ডে থাকা অসহায় দুস্ত বিএনপির কর্মীদের মাঝে বিতরণ করেছেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply