মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাটকা পরিবহনের দায়ে চার মাছ ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে অটোরিকশা করে ৫০ কেজি জাটকা বিক্রির উদ্দেশ্যে উপজেলার ঘোড়দৌড় ব্রিজ দিয়ে অন্যত্র বহন করা হচ্ছিল। এ সময় উপজেলা মৎস্য বিভাগ আনসারের সহযোগিতায় অটোরিকসহ জাটকা ও চার ব্যক্তিকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আবদুল আউয়াল। সাজাপ্রাপ্ত আসামিরা হলো- মো. আনোয়ার (২৫), মো. রাজন সরদার (২৪), রামপ্রসাদ (৬০) ও গোবিন্দ রাজবংশী (১৯)। আসামিরা সবাই উপজেলার বড়নওপাড়া গ্রামের বাসিন্দা। জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply