গত বুধবার (০৫-০৪-২০২৩) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় মান্না দাসকে সভাপতি এবং জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. সোহাগ হাসান ও লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের ডা. মাসুক আল মারজানকে সদস্য করা হয়েছে।
শনিবার (০৮-০৪-২০২৩) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীনের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম শুরু হয়। তদন্ত কমিটি ভুক্তভোগী নুরুল ইসলাম শেখ ও অভিযুক্ত ডা. সাইফুল্লাহ খালিদ সাদীর বক্তব্য নেন। এ ছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক ফৌজি হাসান খান রিকু ও আসাদউজ্জামান নবীনের লিখিত জবানবন্দি গ্রহণ করেন।
তদন্ত কমিটির সভাপতি ডা. প্রণয় মান্না দাস জানান, আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে।
গত বুধবার নুরুল ইসলাম শেখ নামের ৭৭ বছর বয়সী বৃদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসক ডা. সাইফুল্লাহ খালিদ সাদী এক নারী রোগীর চিকিৎসা দিচ্ছিলেন। বৃদ্ধ নুরুল ইসলামকে দেখে ডা. সাদী ক্ষেপে যান। বৃদ্ধকে তুই-তোকারি করে মাথায় ও পিঠে কিল-ঘুষি মারেন। পরে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধকে কক্ষ থেকে বের করে দেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে। গত বুধবার অনলাইন নিউজ পোর্টাল “নিউজ বায়ান্ন ২৪” এ ‘লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ রোগীকে ডাক্তারের মারধর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply