মুন্সীগঞ্জের লৌহজং আওয়ামী লীগ খাদ্য দ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। উপজেলার গাওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দেড় হাজার পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। শনিবার বেলা ১১টা থেকে পর্যায়ক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ,এম আজিজুর রহমানের বাস ভবন, গাওদিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফলপাকর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দরা। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, চিনি ও খেজুর।
এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন মিলন শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ,এম আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মোল্লা প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply