ইফতার মাহফিল থেকেই উঠল অ্যাম্বুলেন্স কেনার টাকা। এমনই একটি মহতী উদ্যোগ নিয়ে গতকাল রবিবার ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে মুন্সীঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল। এ মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউনিয়নটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কয়েক শ’ লোককে। এ মাহফিল থেকেই জনগণ যার যার সামর্থ্য অনুযায়ী অ্যাম্বুলেন্স ক্রয়ের জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনেকে আবার নগদ টাকা প্রদান করেন। এতে প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ হয়।
চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল জানান, লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে। তাও বেশির ভাগ সময় নষ্ট থাকে। জরুরী প্রয়োজনে ঠিকমতো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। জনগণের এ দুর্ভোগ লাঘবে একটি অ্যাম্বুলেন্স কেনার কথা চিন্তা করি। এতে জনগণ ব্যাপকভাবে সারা দিয়েছে। এখন একটি অ্যাম্বুলেন্স ক্রয় করা সময়ের ব্যাপার মাত্র। এটি হবে কনকসার ইউনিয়ন পরিষদের নিজস্ব অ্যাম্বুলেন্স। আমার ইউনিয়নের জনগণের যখনই অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে, তখনই তারা এটি পেয়ে যাবে। আমি শুভ কাজের উদ্যোগ নিলাম। আমার মতো সকল ইউনিয়নের ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় যদি প্রতিটি ইউনিয়নে এমন একটি করে অ্যাম্বুলেন্স কেনা হয়, তাহলে রোগীদের জরুরী সেবা নিয়ে ঢাকায় পাঠাতে আমাদের কোনো সমস্যা হবে না। অনেকে এই সামান্য সেবায় ফিরে পেতে পারে জীবন।
ইফতার মাহফিলে এ সময় ইউনিয়নটির নাগরিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মাসুদ কনক, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশীদ শিকদার, মনির হোসেন মাস্টার, রুহুল মোড়ল, মাহবুব সরকার, জিএম কামাল প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply