ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ টি মাদক মামলাসহ ১১ মামলার আসামি সোহেল(৪০) কে গ্রেপ্তার করেছে পাগলা থানার পুলিশ। পরে তাকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে এএসআই কামারুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে পরোয়ানামূলে তাঁকে পাগলা এলাকা থেকে গ্রেপ্তার করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। এলাকার মাদক সম্রাট সোহেলের বিরুদ্ধে ১০ টি মাদক মামলাসহ মোট ১১ টি মামলা রয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply