মুন্সিগঞ্জের লৌহজংয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আড়াইশো পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামের বড় বাড়িতে নুরুল ইসলাম খানের পারিবারিক উদ্যোগে এ উপহার প্রদান করা হয়। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি সয়াবিন তেল ও ১ কেজি চিনি বিতরণ করেন।
নুরুল ইসলাম খান ও তার সহধর্মিণী শারমিন ইসলাম জানান, দীর্ঘ ৫০ বছর ধরে ঈদ উৎসবসহ প্রতি বছর ৪ থেকে ৫ বার তাঁর নিজ এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন উপহার দিয়ে থাকেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে চান। সে জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply