এই ঘটনায় ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) কর্মীকে পিটিয়ে মারার প্রতিবাদে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে, পাচঁ উপজেলা মানিকছড়ি,রামগড়, লক্ষীছড়ি,গুইমারা, মাটিরাংগা বিভিন্ন স্থানে জেলার খাগড়াছড়ি- চট্টগ্রাম, খাগড়াছড়ি- ফেনী সড়কে অবরোধ কর্মসুচীর অংশ হিসাবে সড়কে ট্রায়ার জ্বালিয়ে,গাছকেটে সড়ক অবরোধ করে। কিছু ছোট ছোট গাড়ী ভাংচুর করে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) কর্মীরা।
৫ এপ্রিল বুধবার ভোর রাতে মানিকছড়ি জামতল ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিলকরে সড়ক অবরোধ করার চেষ্টা করেন।
লক্ষীছড়ি উপজেলা সড়কে সিএনজি, অট্রোরিক্সা ভাংচুর করে। রামগড়,গুইমারা সড়কে ট্রায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা চেষ্টা করেন।
আজ বুধবার ভোর থেকে মানিকছড়ি, রামগড়, লক্ষীছড়ি, গুইমারা,মাটিরাংগা আধাবেলা অবরোধের কর্মসুচী চলছে।
উল্লেখ্য যে মানিকছড়ি কালাপানি চাঁদাবাজি করতে আসা ইউপিডিএফ কর্মীকে গণপিটুনি দিলে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পথে হ্লাচিংমং মারমা মারা যায়। এই ঘটনার সাথে জরিতদের আটকের দাবীতে আজ পাচ উপজেলায় অবরোধ চলছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সস্ত্রসন্ত্রাসীরা আজকে সড়ক অবরোধের ডাক দিয়েছে। পুলিশের তৎপরতায় মানিকছড়ি থানা এড়িয়ায় কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনাই।
ওসি আরো বলেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) কর্মীরা মানিকছড়ির জামতল এলাকায় চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়ক অবরোধ করার চেষ্টা করে হঠাৎ বিক্ষোভ মিছিল করে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
Leave a Reply